ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে ৪ শিক্ষককে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে বগুড়ায় ৪ শিক্ষককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের জলেশ্বরীতলা সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

জরিমানার পাশাপাশি কোচিংটি সিলগালা করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান এবং নাছিম রেজার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিং এর ৪ জন শিক্ষককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে।

ads

Our Facebook Page